দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন (২০২০)
পরিচালক অ্যারন সরকিন এর আগে বেশকিছু উল্লেখযোগ্য কাজ করেছেন। বিশেষ করে সত্য ঘটনা অবলম্বনে বা জীবনীমূলক চলচ্চিত্র নির্মাণে তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে এনিমি অব দ্য স্টেট (১৯৯৮), দ্য সোশ্যাল নেটওয়ার্ক (২০১০), স্টিব জবস (২০১৫)।

২০২০ সালে তিনি নির্মাণ করেন ‘দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন’। ষাটের দশকে আমেরিকান সরকারের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে থাকে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে। ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করা শিকাগো সেভেন নামের একটি গ্রুপের বিরুদ্ধে চলা রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচার নিয়ে এই ছবির কাহিনী। এই মামলার বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না। বিশেষ করে বিচারক জুলিয়াস হফম্যানের বিরুদ্ধে অভিযোগ ছিল সরকারের পক্ষপাতিত্ব করার। আদালতের কামরায় যুক্তি পাল্টা যুক্তির মধ্যে দিয়ে আমেরিকার রাজনীতি, ভিয়েতনাম যুদ্ধ এবং যুদ্ধ সম্পর্কে মার্কিন সরকারের নীতি এসব বিষয় উঠে এসেছে।
ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ইয়াহিয়া আব্দুল-মতিন দ্বিতীয়, সাচা ব্যারন কোহেন, ড্যানিয়েল ফ্ল্যাহার্টি, জোসেফ গর্ডন লেভিট, মাইকেল কিটন, ফ্র্যাংক ল্যাঙ্গেলা, জন ক্যারল লিঞ্চ, এডি রেডমেইন, নোয়া রবিন্স, মার্ক রাইল্যান্স, অ্যালেক্স শার্প, জেরেমি স্ট্রং।