দ্য লাস্ট ফিল্ম শো (২০২১)
হৃদয় ছুঁয়ে যাওয়া একটি ছবি। সিনেমা নিয়ে মানুষের ভালোবাসা, পাগলামির বহি:প্রকাশ এই ছবি। ‘সিনেমা প্যারাডিসো’ এবং ‘পথের পাঁচালী’র কিছুটা ছাপ থাকলেও সেটা ছাপিয়ে একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছে ছবিটি।
এবারের অস্কারে ভারত থেকে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি।
এই ছবির মূল আকর্ষণ এর সারল্য। নয় বছর বয়সী শিশু সময় এর সিনেমার আলো-ছায়ার প্রতি দুর্বার আকর্ষণের গল্পই উঠে এসেছে ছবিটিতে। বাবা-মায়ের সাথে ছবি দেখতে গিয়েই সে ছবির প্রেমে পড়ে যায় এবং ঠিক করে বড় হয়ে সে সিনেমাই বানাবে। যদিও তার রক্ষণশীল বাবার তাতে ঘোর আপত্তি। তবু একবার যে সিনেমার প্রেমে পড়েছে তাকে কি আর আটকে রাখা যায়?
তাই তো সময় ক্লাস ফাঁকি দিয়ে চলে যায় সিনেমা হলে। পকেটে টাকা নেই তাই চুরি করে ঢুকতে হয়। টের পেয়ে তাকে বের করে দেয় হল কর্তৃপক্ষ। কিন্তু সিনেমা তো তাকে দেখতেই হবে যেভাবেই হোক। ঘটনাচক্রে পরিচয় ঘটে হলের প্রজেকশনিস্ট ফজলের সাথে।
আর তার কাছ থেকে শিখেই বন্ধুদের নিয়ে নিজেই একটা ছোটখাট প্রজেক্টর বানিয়ে ফেলে সময়। ফেলে দেয়া নানা জিনিস দিয়ে বানানো তাদের এই থিয়েটার। এখানেই তারা তৈরি করে নেয় নিজেদের এক সিনেমা জগৎ। গুজরাটি ভাষার ছবিটি পরিচালনা করেছেন পান নালিন।