দ্য সার্পেন্ট (২০২১)
সার্পেন্ট মানে সাপ। সাপের মতই বিষাক্ত ছিল চার্লস শোভরাজ। সুদর্শন চেহারার আড়ালে তার ছিল এক ভয়ঙ্কর রুপ। খুব ঠান্ডা মাথায় মানুষ খুন করতো সে। ১৯৭৫ থেকে ২০০০ সাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়াজুড়ে হিপ্পিদের খুন করে তাদের টাকা-পয়সা, পাসপোর্ট ছিনিয়ে নিত সে। বহুরুপী পরিচয়ে পালিয়ে বেড়াতো, মিশে যেত মানুষের সাথে। কেউ বুঝতেই পারতো না কি ভয়ঙ্কর এক খুনির মুখোমুখি তারা। বিবিসি ওয়ান এবং নেটফ্লিক্স এর তৈরি ৮ পর্বের এই মিনি টিভি সিরিজে দেখানো হয়েছে ভয়ঙ্কর খুনি চার্লস শোভরাজের খুনি জীবনের আদ্যপান্ত। ছবিটিতে চার্লসের ভূমিকায় অভিনয় করেছেন তাহার রহিম। এর আগে চার্লসের জীবনী নিয়ে ২০১৫ সালে বলিউডে নির্মিত হয়েছিল ‘ম্যায় অর চার্লস’ ছবিটি, যেখানে চার্লসের ভূমিকায় অভিনয় করেছিলেন রনদীপ হুডা।