পাগলাইত (২০২১)
সন্ধ্যা, সদ্যবিধবা। বিয়ের পাঁচ মাসের মাথায় তার স্বামী আস্তিক মারা গিয়েছে। পরিবারে শোকের ছায়া। কিন্তু সেই শোক স্পর্শ করে না সন্ধ্যাকে। দাম্পত্য জীবনে কি আসলেই সুখে ছিল সে? প্রশ্ন জাগে মনে। বিয়েটা ঠিক নিজের ইচ্ছায় করেনি সে। তার ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াবে। স্বামীর মৃত্যুর পর তার মনে হয় জীবনটা সে এবার নিজের মত করে গোছাবে। কিন্তু নানান সাংসারিক জটিলতা দেখা দিতে থাকে।
আস্তিকের মৃত্যুর পর তার সব আত্মীয়স্বজনরা একত্রিত হয় বাড়িতে। চলতে থাকে নানান আনুষ্ঠানিকতা। এমন সময় জানা যায়, ৫০ লাখ টাকার বীমা করে গিয়েছিল আস্তিক যার নমিনী শুধুমাত্র সন্ধ্যা। অর্থ্যাৎ মুহূর্তেই ৫০ লাখ টাকার মালিক বনে যায় সন্ধ্যা। এই টাকা যেন তাকে আরো আষ্ঠেপৃষ্ঠে সংসারের সাথে বেঁধে রাখতে চায়। সন্ধ্যা পালাতে চায় এই জীবন থেকে, শুরু করতে চায় নিজের মত করে।
সন্ধ্যার চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। ছবিটি পরিচালনা করেছেন উমেশ বিস্ট।