প্রমিজিং ইয়াং ওম্যান (২০২০)

৩০ বছর বয়সী ক্যাসি মেডিকেল স্কুল ড্রপআউট। তার বন্ধু নিনা তারই এক সহপাঠী আল মনরোর দ্বারা ধর্ষিত হয়। তবে প্রমানের অভাবে সেই ঘটনা অমীমাংসিত থেকে যায়। এমনকি সহপাঠী এবং শিক্ষকদের অনেকেই মনে করে নিনা ধর্ষণের শিকার হয়নি। কিন্তু ক্যাসি বিশ্বাস করে নিনা ধর্ষিত হয়েছিল। আর তা থেকে মানসিক যন্ত্রনায় ভুগতে থাকে সে। একসময় মেডিকেলের পড়ালেখা ছেড়ে দেয়। প্রিয় বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ক্যাসি। আর এমন সময়ে সে খবর পায় মনরো বিয়ে করতে যাচ্ছে। মনরোর বাড়িতে গিয়ে হাজির হয় সে। কথা বলে বন্ধু, সহপাঠী এবং মনরোর সাথেও। মনরোর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করে ক্যাসি। কিন্তু সে কি পারবে মনরোকে অপরাধী প্রমান করতে? এদিকে এগিয়ে আসছে মনরোর বিয়ের দিন। 

পরিচালক এমারেল্ড ফেনিল এর প্রথম ছবি এটি। ৯৩তম অস্কারে পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। যার মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা অভিনেত্রী। ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ক্যারি মুলিগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *