বোম্বে টকিজ (২০১৩)
চারজন পরিচালক চারটি ছোট ছবি বানিয়েছেন। সবগুলো ছবি মিলিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি। পরিচালক চারজন হলেন অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, করণ জোহর এবং দিবাকর ব্যানার্জি।
প্রথমেই আসবে জোয়া আখতার (শিলা কি জাওয়ানি), তারপর অনুরাগ কাশ্যপ (মোরব্বা), দিবাকর ব্যানার্জি (স্টার), করন জোহর (আজিব দাস্তা হে ইয়ে)।
তবে চারজনের মধ্যে অনুরাগই সবচে আনপ্রেডিক্টেবল। গল্প ধরা যায় না, হুট করে ইউ টার্ন নেয়। জোয়া আখতারের গল্পটা সুন্দর, সবচে সুন্দর কাস্টিং। অভিনয়ে সবাইকে ছাপিয়ে গেছেন নওয়াজউদ্দিন। সিনেম্যাটিক সেন্স রয়েছে দিবাকরের নির্মানে। করন অ্যাজ ইউজুয়াল, গে স্টোরি নিয়ে কাজ করেছেন। গল্প এবং নির্মাণে সবচেয়ে পিছিয়ে করন জোহর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রানী মুখার্জি, রনদীপ হুডা, সাকিব সালিম, নওয়াজউদ্দিন সিদ্দিকী, ভিনিত কুমার সিং।