মহারাজা (২০২৪)

এমন একটা গল্প যেটা আগে থেকে বোঝার উপায় নেই যে পরে কি ঘটতে যাচ্ছে। প্রথম হাফ এগিয়েছে বেশ ধীরে। গল্পের বিভিন্ন চরিত্রগুলো একে একে এসেছে, কিন্তু এরা কীভাবে একে অপরের সাথে জড়িত সেটা তখন বোঝা যায় না।

সেকেন্ড হাফে গিয়ে সব রহস্যের জট খুলতে শুরু করে। একে একে কাহিনী এবং চরিত্রগুলোর যোগাযোগ পরিস্কার হতে থাকে। রহস্য বজায় থাকে একদম শেষ দৃশ্য পর্যন্ত। এত জমজমাট গল্পের বুনন যে মোহাবিষ্ট হয়ে থাকবেন প্রতিটি দর্শক।

নিথিলান সোয়ামিনাথান এর দ্বিতীয় ছবি এটি। ২০১৭ সালে কুরাঙ্গু বোম্মাল ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

এত চমৎকারভাবে গল্পটা সাজিয়েছেন নিথিলান যে চমকে যেতে হয়। কিছু কিছু জায়গায় প্রশ্ন থেকে যায় তবে সেটা গল্প, অভিনয়, নির্মাণের কারণে উতরে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *