মায়া নগরী: সিটি অব ড্রিমস (২০১৯)
মুম্বাই, মায়া নগরী। আর এই নগরীর মায়া নগরীর মায়া মসনদের বসার জন্য যত রাজনীতি, খুনোখুনি। আর এই নিয়ে ১০ পর্বের ওয়েব সিরিজ। এখন পর্যন্ত এর মাত্র একটি সিজন অন এয়ার হয়েছে। এটি প্রচারিত হয় হটস্টার অ্যাপে।
ওয়েব সিরিজের ক্ষেত্রে সাধারণত থ্রিলারধর্মী গল্প দর্শকদের বেশি টানে। যেমন: মির্জাপুর, সেকরেড গেমস। এক্ষেত্রে হটস্টার এর সংযোজন মায়া নগরী। সিরিজটি নির্মাণ করেছেন নাগেশ কুকুনুর।
সিদ্ধার্থ চান্দেকার মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নেতা। তাকে রাস্তায় গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তার অভাব প্রকটে হয়ে ওঠে দলে এবং পরিবারে। তাকে ছাড়া কে সামলাবে এই বিশাল রাজত্ব?