মা রেইনি’স ব্ল্যাক বটম (২০২০)
গারট্রুড ব্রিজেট তাঁর আসল নাম। কিন্তু পরিচিতি পেয়েছিলেন গারট্রুড মা রেইনি নামে। তাঁকে বলা হয় মাদার অব ব্লুজ। তাঁরই জীবনী অবলম্বনে লেখা হয়েছিল মা রেইনি’স ব্ল্যাক বটম নামের একটি মঞ্চ নাটক। সেই নাটক অবলম্বনেই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ১৯২০ এর দশকে শিকাগোতে মা রেইনির একটি ঘটনাবহুল রেকর্ডিং সেশনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এটি প্রযোজনা করেছেন ডেনজেল ওয়াশিংটন, টড ব্ল্যাক এবং ড্যানি ওল্ফ। ছবিতে মা রেইনির ভূমিকায় অভিনয় করেছেন ভায়োলা ডেভিস। এই ছবিতে আরো অভিনয় করেছেন চ্যাডউইক বোসম্যান। এটাই বোসম্যানের শেষ ছবি ছিল। গত বছর ২৮ আগস্টে মারা যান তিনি।