মিনারি (২০২০)
১৯৮০ এর দশকের গল্প। আমেরিকায় অভিবাসী হওয়া কোরিয়ান এক পরিবারের গল্প। যারা তাদের ফেলে আসা অতীত ভুলে আমেরিকার এক গ্রামে নতুন জীবন গড়ে তুলতে চায়। সেই সংগ্রামমুখর জীবনের গল্প দেখানো হয়েছে ছবিটিতে। ছবিটির পরিচালক লি আইজাক চাং। পরিচালকের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এর চিত্রনাট্য লেখা। গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রথম প্রদর্শিত হয়। উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ এবং ড্রামাটিক অডিয়েন্স অ্যাওয়ার্ড জেতে ছবিটি।