ম্যাডগাও এক্সপ্রেস (২০২৪)
দারুণ কমেডি সিনেমা, সাথে থ্রিলারের মিক্সিং। ইন্টারেস্টিং সব ক্যারেক্টার, মজার সব ডায়লগ। থ্রিলার কম, কমেডি বেশি।
গল্প, ডায়লগ দিয়েই বাজিমাত। অভিনেতাদের প্রায় সবাই কম পরিচিত হলেও অভিনয় করেছেন দারুণ।
অভিনেতাদের মধ্যে নোরা ফাতেহি আর দিবেন্দু শর্মাই দর্শকদের কাছে বেশি পরিচিত।
ছবিটির পরিচালক কুনাল খেমু। পরিচালক হিসেবে এটাই তার প্রথম ছবি। এরকম একটা ছবি নিয়ে আরও আলোচনা হতে পারতো কিন্তু হয়নি।
৩০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে ৪৯ কোটি রুপি। এ বছরের ২২ মার্চ ছবিটি হলে মুক্তি পায়।