রিভিউ: গান্স অ্যান্ড গুলাবস (২০২৩)
নাইন্টিজের গল্প। কমেডি+ক্রাইম ড্রামা ঘরানার। নাইন্টিজের অনেক এলিমেন্ট চমৎকারভাবে আসছে যেমন: ল্যান্ডফোন, ক্যাসেট প্লেয়ার, ইয়ামাহা বাইক, মপেড। একটা নস্টালজিক ট্রিপ দেয় সিরিজটা।
ছবির লোকেশনটা দারুণ। কস্টিউমও চমৎকার। রাজকুমার রাও মন ভরিয়ে দিয়েছেন। লুডোর পর আবার কমেডি দিয়ে মন জয় করলেন।
আদর্শ গৌরব, গুলশান দেবিয়ার অভিনয়ও ভালো লেগেছে তবে এদের পাশে দুলকার সালমানকে ম্লান লেগেছে।
সতিশ কৌশিককে দেখে অনেক দর্শকের মন খারাপ হয়ে যেতে পারে। গানচি ভাই চরিত্রে অনবদ্য ছিলেন তিনি।
কমেডি দৃশ্যগুলো অনেকদিন মনে থাকবে দর্শকদের। ডায়লগ চমৎকার। পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকে সাম্প্রতিক সময়ে বেশকিছু ভালো কাজ করেছেন তবে এই কাজটা আর সবগুলো থেকে আলাদা।
অ্যাকশন, এন্টারটেইনমেন্ট আর কমেডির ভালো কম্বিনেশন।