সোচা না থা (২০০৫)
ছবিটা বলিউডকে একজন গুনী অভিনেতা এবং একজন মেধাবী পরিচালক উপহার দিয়েছে। অভিনেতা অভয় দেওলের প্রথম ছবি। একই সাথে পরিচালক ইমতিয়াজ আলীরও প্রথম ছবি। প্রেমের ছবি আর প্রেম মানেই কনফিউসন! ছবিটির গল্প এত সুন্দর যে আর কিছুই লাগে না।
বীরেন এবং অদিতির বিয়ের কথাবার্তা হয় পরিবারের মাধ্যমে। প্রথম সাক্ষাতে তারা দুজনেই জানিয়ে দেয় কেউই কাউকে বিয়ে করতে রাজি নয়। বীরেন তখন প্রেম করছে আরেকজনের সাথে। বিয়ে না করলেও দুজনই ভালো বন্ধু হয়ে যায়। এদিকে বিয়ে ভেস্তে যাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। আর তখনই বীরেনের মনে হয় সে আসলে অদিতিকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। কিন্তু দুই পরিবার এখন কোনভাবেই এই বিয়ে মেনে নেবে না। তাহলে শেষ পর্যন্ত কি হবে?