স্কুপ (২০২৩)

হানসাল মেহতা বরাবরই একটু আলাদা গল্প বেছে নেন।

স্কুপ এর অন্যতম চমক ছিলেন হারমান বেওয়াজা। প্রথমে তাকে চিনতে অনেকেরই ভুল হতে পারে। অনেকদিন পর পর্দায় দেখা গেল তাকে। জেসিপি শ্রফের চরিত্রে হারমান ভালো অভিনয় করেছেন। এক সময় ছিলেন নায়ক, এখন হয়ে উঠেছেন চরিত্রাভিনেতা।

প্রসেনজিৎ এর স্ক্রিন প্রেজেন্স অল্প সময়ের জন্য হলেও তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।

সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজটি আবর্তিত হয়েছে একজন নারী ক্রাইম রিপোর্টার, পুলিশ এবং মুম্বাই আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে।

সেই সাথে উঠে এসেছে অদম্য এক রিপোর্টার, সিঙ্গেল মাদারের জীবন সংগ্রামের গল্প। সিস্টেমের ফাঁদে পড়ে যাকে বিনা দোষে জেল খাটতে হয়।

জাগ্রুতি পাঠাকের চরিত্রে কারিশমা তান্না ভালো করেছেন। ইমরান সিদ্দিকীর চরিত্রে জিশান আইয়ুবও বেশ ভালো করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *