স্প্রিং, সামার, ফল, উইন্টার…অ্যান্ড স্প্রিং (২০০৩)
কোরিয়ান নিউ ওয়েভের ছবি। নির্মাতা কিম কি-দুক। তার নির্মাণের প্রায় সব বৈশিষ্ট্যই এই ছবিতে রয়েছে। দারুণ সুন্দর সিনেমাটোগ্রাফি, মন ভাসানো সঙ্গীত। কিছুটা ধীরগতির হলেও উপভোগ্য ছবি।
শিক্ষানবিশ এক শিশু বৌদ্ধ ভিক্ষু থাকে তার গুরুর সাথে এক রুমের এক মন্দিরে। মন্দিরের চারপাশে লেক। জনপদ থেকে বিচ্ছিন্ন প্রায়। এখানেই চলে সেই শিশু ভিক্ষুর সন্ন্যাসব্রত গ্রহণের প্রশিক্ষণ। সেখানেই সে বড় হতে থাকে।
সেই মন্দিরে আসেন এক নারী, যিনি অজানা রোগে ভুগছেন। সেই নারীর প্রেমে পড়ে যান শিক্ষার্থী ভিক্ষু, তখন সে তরুন। এক সময় তারা মন্দির ছেড়ে পালিয়ে যান। কিন্তু সুখী হতে পারেননি তারা। এক পর্যায়ে মেয়েটিকে খুন করে জেলে যান সেই শিক্ষার্থী ভিক্ষু। জেল খেটে তিনি আবার ফিরে আসেন সেই মন্দিরে। ততদিনে তার গুরু মারা গেছেন। মন্দিরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সেই ভিক্ষু। নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি আবার শান্তির খোঁজ শুরু করেন।
ছবিটির নামের মাঝেই রয়েছে এর স্বার্থকতা। চারটা ঋতুর কথা এখানে বলা হয়েছে। আসলে চারটি ঋতু দিয়ে জীবনের বিভিন্ন স্তরের কথা বোঝানো হয়েছে। আবার জীবনের কাছে ফিরে আসার ইঙ্গিতও দেয়া হয়েছে।
ছবিটির সিনেমাটোগ্রাফার বায়েক ডং-হিউয়েন।