পনম্যান (২০২৫)
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের গল্প। কিন্তু সে হার মানতে নারাজ। তাই জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। পনম্যান মানে স্বর্ণমানব। এই সিনেমায় পনম্যান পিপি আজেশ এর চরিত্রে অভিনয় করেছেন বাসিল জোসেফ।
পিপি আজেশ একইসাথে যেমন চালাক, তেমনই সাহসী। তাই বিয়েতে বাকিতে গয়না দেয়ার দায়িত্ব তার। বিয়ে শেষে গয়নার টাকা বুঝে নিয়ে বাড়ি ফেরে সে। কিন্তু অনেক সময়ে গয়নার টাকা পরিশোধ করতে পারে না কনের পরিবার। তখন গয়না ফেরত দেয়। স্টেফির বিয়েতে গিয়ে বিপদে পড়ে আজেশ। সেখানে টাকা বা গয়না কোনোটাই ফেরত পায় না সে। কিন্তু গয়না তো তাকে তুলতেই হবে। তাই সে জীবনের ঝুঁকি নিয়ে স্টেফির শ্বশুরবাড়ির এলাকায় যায় এবং গয়না উদ্ধারের চেষ্টা করে।
পিপি আজেশের চরিত্রে আমরা নাছোড়বান্দা এক নিম্মমধ্যবিত্ত মানুষের দেখা পাই যে তার জীবন যাপনের জন্য এবং পরিবারের দেখভালের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই চরিত্রটি দর্শকের মন ছুঁয়ে গেছে। আরও হাজারো মানুষ আজেশকে দেখে অনুপ্রাণিত হয়ে বিপদে লড়াই করার সাহস ফিরে পাবে।
চমৎকার গল্পনির্ভর মালায়লাম ছবিটি পরিচালনা করেছেন জ্যোতিষ শংকর। ছবিটি নির্মিত হয়েছে জিআর ইন্দুগোপান এর উপন্যাস ‘নালাঞ্চু চেরুপ্পাকার’ অবলম্বনে।
তিন কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে আয় করেছে ১৮ কোটি রুপি।