স্মল থিংস লাইক দিস (২০২৪)
পিকি ব্লাইন্ডার্স এ টমি শেলবির মত গ্যাংস্টার চরিত্র করা, ওপেনহেইমার এর মত চরিত্রে অভিনয় করার পর কিলিয়ান মারফিকে স্মল থিংস লাইক দিস ছবির বিল ফার্লং এর মত ছাপোষা ওয়ার্কি ক্লাস চরিত্রে প্রথমে মেনে নেয়াটাই কঠিন। তবে কিলিয়ান মারফি পাক্কা অভিনেতার মত চরিত্রটিতে অভিনয় করেছেন।
১৯৮৫ সালে ছোট এক আইরিশ শহরের গল্প নিয়ে তৈরি ছবিটি। চার্চের মেয়েরা কীভাবে সহিংসতার শিকার হয় এবং কীভাবে ধর্মের নামে চার্চের লোকেরা তা ধামাচাপা দেয় তা নিয়ে ছবিটি। সেই সাথে নিজের কষ্টকর শৈশবের স্মৃতিও তাকে ভোগায়।
কয়লা কারখানার মালিক বিল ফার্লং। সেই আয়ে চলে তার পরিবার। পাঁচ মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। প্রতিদিন ঘরে ফিরে হাতের কয়লা ধোয়ার সাথে সাথে সে যেন তার জীবনের ক্ষতগুলোও মুছে ফেলতে চায়। কষ্ট, অপরাধবোধ চেপে রাখা বা বয়ে চলে সে।
ক্ল্যারি কিগ্যান এর বই স্মল থিংস লাইক দিস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এই ছবি অনেক কিছু বলে না তবে অনেক কিছু বুঝিয়ে দেয় কিছু না বলেই।