আলেহান্দ্রো গনজালভেজ ইনারিতু

পরপর দুইবার অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালভেজ ইনারিতু। ২০১৪ সালে ‘বার্ডম্যান’ ছবির জন্য আর ২০১৫ তে জিতেছেন বহুল প্রশংসিত ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য।

‘বার্ডম্যান’ ছবির অসাধারণ নির্মাণ ইনারিতুকে সিনেমার দরবারে সবার কাছে পরিচিত করে তোলে। তবে চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি আগে থেকেই আলোচিত ছিলেন তাঁর অন্যান্য ছবির জন্য।

ইনারিতু জন্মেছিলেন ১৯৬৩ সালের ১৫ আগস্ট মেক্সিকো সিটিতে। একই সঙ্গে তিনি একজন পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং সঙ্গীত পরিচালক।

২০০৭ সালে ‘বাবেল’ ছবির জন্য প্রথম মেক্সিকান পরিচালক হিসেবে অস্কারে সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছিলেন তিনি। কান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পাওয়া প্রথম মেক্সিকান পরিচালকও তিনি।

ইনারিতু পরিচালিত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘আমরোস পারোস’ (২০০০), ‘টুয়েন্টি ওয়ান গ্রামস’ (২০০৩), বাবেল (২০০৬)। এই তিনটি ছবিকে একসাথে বলা হয় ‘ডেথ ট্রিলোজি’। এ ছাড়া রয়েছে বিউটিফুল (২০১০), বার্ডম্যান (২০১৪), দ্য রেভেন্যান্ট (২০১৫) তাঁর উল্লেখযোগ্য ছবি।

‘বার্ডম্যান’ ছবির জন্য ২০১৫ সালে অস্কারে সেরা পরিচালক, সেরা ছবি ও সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছিলেন ইনারিতু।

লেখাটি এর আগে এনটিভি অনলাইনে প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *