ঋষি কাপুরও চলে গেলেন
আজ চলে গেলেন ঋষি কাপুর। ৬৭ বছর বয়সে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। এ খবর নিশ্চিত করেছে পিটিআই। ২০১৮ সালে ক্যান্সার ধরা পড়ে ঋষি কাপুরের। দীর্ঘদিন নিউ ইয়র্কে চিকিৎসা শেষে গত বছর মুম্বাইতে ফিরে আসেন তিনি।
সবশেষ অভিনয় করেছিলেন ‘শর্মাজি নমকিন’ ছবিতে। দ্য ইন্টার্ন ছবির বলিউডি রিমেক এই ছবিটি প্রযোজনা করেছেন দীপিকা পাড়ুকোন। তবে অসুস্থ্যতার জন্য ছবিটির শুটিং শেষ করতে পারেননি ঋষি। তার অভিনীত সর্বশেষ ছবি ‘দ্য বডি’ মুক্তি পায় গত বছর।
প্রখ্যাত বলিউড অভিনেতা রাজ কাপুরের ছেলে ঋষি কাপুর ববি (১৯৭৩) এবং চাদনী (১৯৮৯) সিনেমার মাধ্যম জনপ্রিয়তা লাভ করেন। ঋষি কাপুরের ছেলে জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুর।
ঋষি কাপুর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অমর আকবর অ্যান্থনি (১৯৭৭), কার্জ (১৯৮০), লাভ আজকাল (২০০৯), দো দুনি চার (২০১০), কাপুর অ্যান্ড সন্স (২০১৬), মুল্ক (২০১৮)।