নওয়াজ এর ‘নওয়াব’
‘আমার ঘরের বাথরুম যত বড় এক সময় সেই সাইজের বাড়িতে আমি ভাড়া থাকতাম।’
নিজের নতুন বাংলো নিয়ে এভাবেই সাংবাদিকদের বললেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। সম্প্রতি তিনি তার নতুন বাংলো ’নওয়াব’-এ উঠেছেন।
দীর্ঘকাল জুনিয়র অ্যাক্টর, পার্শ্বচরিত্রে অভিনয় করে বলিউডে টিকে থাকার চেষ্টা করেছিলেন নওয়াজ। সে কথা স্মরণ করে তিনি বলেন, ‘যখন মুম্বাইতে প্রথম আসি তখন আরো চারজন স্ট্রাগলিং অভিনেতার সাথে রুম শেয়ার করে থাকতাম। রুমটা এতই ছোট ছিল যে একজন দরজা খুললে আরেকজনের পায়ে লাগতো। আর আমরা সবাই মেঝেতেই শুয়ে থাকতাম।’
২০০৫ সাল থেকে নিজের মত থাকা শুরু করেন নওয়াজ। তিন বছর ধরে নওয়াজের নতুন বাংলো ‘নওয়াব’ এর কাজ হয়েছে। বাবা নওয়াবউদ্দিন সিদ্দিকীর নামে বাড়ির নাম রেখেছেন বলিউডের এই অভিনেতা। ২০১৫ সালে ৭২ বছর বয়সে মারা যান নওয়াজের বাবা। নতুন এই বাংলো তৈরিতে নওয়াজ তাদের গ্রামের বাড়ির স্মৃতি ধরে রাখার চেষ্টা করেছেন। তাই কিছুটা সেই আদলেই বাড়িটির নকশা করিয়েছেন।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবির মাধ্যমে প্রথম আলোচনায় আসেন নওয়াজ। এরপর ‘সেকরেড গেমস’ ওয়েব সিরিজে অভিনয় করে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। এখন নওয়াজের হাতে আছে ‘হিরোপান্তি টু’ এবং ‘বোলে চুড়িয়া’ ছবির কাজ।
সূত্র: এনডিটিভি, পিংকভিলা, বোম্বে টাইমস