মারা গেছেন অভিনেতা, পরিচালক সতিশ কৌশিক
ভারতীয় অভিনেতা, পরিচালক সতিশ কৌশিক মারা গেছেন। আজ ৯ মার্চ সকালে গাড়িতে করে দিল্লি যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মারা যান তিনি।
তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
চলচ্চিত্রের অনেকগুলো শাখায় কাজ করেছেন সতিশ কৌশিক। তিনি একাধারে ছিলেন অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক এবং প্রযোজক।
সিনেমায় আসার আগে তিনি মঞ্চনাটকের সাথে যুক্ত ছিলেন।
কমেডিয়ান হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন তিনি। মিস্টার ইন্ডিয়া ছবিতে ক্যালেন্ডার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান তিনি।
১৯৯০ সালে রাম লক্ষণ এবং ১৯৯৭ সালে সাজন চালে শাশুরাল ছবিতে অভিনয়ের জন্য সেরা কমেডিয়ান হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।
পরিচালক হিসেবেও তিনি ছিলেন সফল। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হাম আপকে দিল মে র্যাহতে হ্যায় (১৯৯৯), হামারা দিল আপকে পাস হ্যায় (২০০০), মুঝে কুচ ক্যাহনা হ্যায় (২০০১), তেরে নাম (২০০৩)।
সূত্র: ইন্ডিয়া টুডে