ডেভিড লিঞ্চের জীবনাবসান

মারা গেছেন মার্কিন চিত্রপরিচালক ডেভিড লিঞ্চ। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৯০ সালে প্রচারিত টুইন পিকস টিভি সিরিজের কারণে দারুন জনপ্রিয়তা লাভ করেন তিনি।

তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে মুলহল্যান্ড ড্রাইভ (২০০১), ব্লু ভেলভেট (১৯৮৬), দ্য এলিফ্যান্ট ম্যান (১৯৮০)।

ওয়াইল্ড অ্যাট হার্ট (১৯৯০) ছবির জন্য কানে পাম দি অর জিতেছিলেন লিঞ্চ। আর ২০০১ সালে মুলহল্যান্ড ড্রাইভ এর জন্য জিতেছিলেন সেরা পরিচালকের পুরস্কার।

দীর্ঘ ক্যারিয়ারে চারবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০২০ সালে তাকে আজীবন সম্মাননাস্বরুপ অস্কার দেয়া হয়।

১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ইরেজারহেড।

১৯৪৬ সালের ২০ জানুয়ারি মন্টানার মিসৌলাতে জন্মগ্রহণ করেছিলেন ডেভিড লিঞ্চ।

সূত্র: ভ্যারাইটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *