আবারও মঞ্চে আসছে ‘৪.৪৮ মন্ত্রাস’
সৈয়দ জামিল আহমেদ মানেই মঞ্চে নতুন কিছু। ৪.৪৮ মন্ত্রাস নামে একটি মঞ্চনাটক নিয়ে তিনি হাজির হয়েছিলেন ২০২০ এর ডিসেম্বরে। ১৪ দিনব্যাপী টানা মঞ্চস্থ হয়েছিল নাটকটি।
আবারও মঞ্চে আসছে ৪.৪৮ মন্ত্রাস। আগামী ৫-১৩ জানুয়ারি মঞ্চস্থ হবে নাটকটি। স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ এর পেজ থেকে এ খবর জানানো হয়েছে। তবে কোথায় বা কখন মঞ্চস্থ হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের ‘৪.৪৮ সাইকোসিস’ নাটকটি বাংলায় রুপান্তর করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ। নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার, শারমিন আক্তার শর্মী, মো. সোহেল রানা, মো. ইরফান উদ্দিন, কৌশিক বিশ্বাস, মুরতাজা যুবাইর, সাক্ষ্য শহীদ প্রমুখ।