চ্যাপলিন সাজলেন বিদ্যা বালান
আজ (১৬ এপ্রিল) ছিলো অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্মদিন। আর আজকেই ইনস্টাগ্রামে পাওয়া গেলো চ্যাপলিন রুপী বিদ্যা বালানকে। তবে ছবিটা এবারের নয়। অন্তত বছর পাঁচেক আগের ছবি। ফিল্মফেয়ার ম্যাগাজিনের জন্য এক ফটোশুটের সময় তোলা ছবিটির বিহাইন্ড দ্যা সিন বিদ্যা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখান থেকেই ছবিটি ভাইরাল হয়।
গত বছর সবশেষ বিদ্যা অভিনীত মিশন মঙ্গল সিনেমাটি রিলিজ হয়। এতে তার সঙ্গে ছিলেন অক্ষয় কুমার, তাপসী পান্নু এবং সোনাক্ষী সিনহা।
ছবি এবং খবরসূত্র: এনডিটিভি ডটকম