রানওয়ে থার্টি ফোর: পরিচালক হিসেবে ব্যর্থ অজয়
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে ছবিটি নিয়ে বেশ আলোচনা ছিল। তার উপর অজয় দেবগন নিজেই এটি পরিচালনা করেছেন। অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের মত মেগাস্টার।
তবে এত সব নিয়েও ছবিটি দর্শকদের মন ভরাতে পারেনি। অ্যাভিয়েশন স্টোরির কমন ফরম্যাট। পাইলটের দক্ষতায় যাত্রীরা প্রাণে রক্ষা পায়।
রানওয়ে না দেখেই চোখ বন্ধ করে সাইক্লোনের মধ্যে যাত্রীবাহী বিমান ল্যান্ড করায় পাইলট। অথচ সাইক্লোনের বিষয়ে আগে থেকেই সতর্কতা জারি করা হয়। অথচ সে খবর পাইলট পর্যন্ত পৌঁছায় না। আর সে কারণেই একটা বড় সমস্যার মধ্যে পড়তে হয় পাইলটকে।
ঘটনাটি তদন্তের ভার পরে অমিতাভ বচ্চনের উপর। ছোটখাট অনেক সূত্র, ঘটনা উঠে আসে তদন্তে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলা হলেও কোন ঘটনা অবলম্বনে এটি নির্মিত বা বাস্তব জীবনের পাইলট কে ছিলেন সে বিষয়ে কোন তথ্য দেয়া হয়নি।
এটা দেখার চেয়ে ডেনজেল ওয়াশিংটনের ২০১২ সালের ছবি `ফ্লাইট’ দেখা ভালো। একই রকম গল্প, কিন্তু মেকিং বেটার।