স্পিলবার্গের বাবার ভূমিকায় অভিনয় করবেন পল ডানো
‘টাইটানিক’, ‘অ্যাভাটার’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘দ্য টার্মিনাল’, ‘ব্রিজ অব স্পাইস’, ‘দ্য পোস্ট’ এর মত ছবির নির্মাতা স্টিভেন স্পিলবার্গ তাঁর পরবর্তী ছবি নিয়ে কাজ করছেন।
এই ছবিটি নির্মিত হবে স্পিলবার্গের ছোট বেলার কাহিনী অবলম্বনে। ১৯৫০ ও ৬০ এর দশকে অ্যারিজোনার ফনিক্সে বড় হয়েছেন তিনি।
এখনও নাম ঠিক না হওয়া ছবিটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন মিশেল উইলিয়ামস এবং সেথ রোগেন। নতুন করে যোগ হয়েছেন অভিনেতা পল ডানো। স্পিলবার্গের বাবার চরিত্র অবলম্বনে তৈরি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
মিশেল অভিনয় করবেন স্পিলবার্গের মায়ের চরিত্রে আর রোগেন অভিনয় করবেন চাচার ভূমিকায়।
ছবিটির কাহিনী সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে যতটুকু ধারণা পাওয়া গেছে গল্পটি একটি ছেলের শৈশব ও কৈশোর নিয়ে।
স্পিলবার্গের সাথে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখছেন টনি কুশনার। এর আগে এই জুটি মিউনিখ এবং লিংকন এর মত ছবির চিত্রনাট্য লিখেছেন।
২০২২ সালে ছবিটি মুক্তি পেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হলিউড রিপোর্টার, স্ক্রিন র্যান্ট