অপরাজিত: পর্দায় সত্যজিতের ফেরা
বাংলা ছবিতে নতুন যুগের শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের হাত ধরে তার প্রথম সিনেমা পথের পাঁচালীর মাধ্যমে।
সেই ছবি নির্মাণের নানা অভিজ্ঞতা তিনি লিখেছেন তার স্মৃতিচারণামূলক বই অপুর পাঁচালী-তে। সেইসব ঘটনাকে উপজীব্য করে পরিচালক অনীক দত্ত নির্মাণ করেছেন অপরাজিত।
উপস্থাপনার নান্দনিকতার কারণে এবং অভিনেতা জিতু কামালের সাথে তরুণ বয়সের সত্যজিতের চেহারায় অনেকটা মিল থাকার কারণে ছবিটা দেখার সময় মনে হয়েছে পর্দায় যেন স্বয়ং সত্যজিৎ রায় ফিরে এসেছেন।
সাদা-কালো হওয়ায় পথের পাঁচালী নির্মাণের সময়কালকে ধরা গেছে আরও বাস্তবসম্মতভাবে।
সত্যজিৎ অনুরাগী তো বটেই যে কোনো সিনেমা অনুরাগীরই এই ছবিটি ভালো লাগবে।
একধরণের টাইম ট্রাভেলের অনুভূতি হবে।