ট্রেইন্সপটিং (১৯৯৬)

১৯৮০ এর দশকের শেষের দিকের এডিনবার্গের এক পাল হেরোইনাসক্ত ছেলেপেলের কাহিনী তুলে ধরা হয়েছে এতে। ৬ বন্ধুর গল্প। তাদের নেশাগ্রস্ত জীবনকে ক্যামেরায় দুর্দান্তভাবে তুলে এনেছেন পরিচালক ড্যানি বয়েল। স্কটল্যান্ডে চিত্রায়িত হয়েছে সিনেমাটি। একই নামের উপন্যাসের গল্প অবলম্বনে তৈরি সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জন হজ। মূল উপন্যাসটি লিখেছেন ইরভাইন ওয়েলশ (Irvine Welsh), যিনি ড্রাগ ডিলারের ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটিতে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সেরা ১০০ ছবির তালিকায় ১০ নম্বরে ছিলো ছবিটি। ২০০৪ সালে দর্শকের ভোটে সর্বকালের সেরা স্কটিশ সিনেমা নির্বাচিত হয় ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *