দ্যা ইতালিয়ান জব (২০০৩)
জন ব্রিজার একজন পেশাদার সেফ ক্র্যাকার। পৃথিবীর যে কোন তালা তিনি ভাঙতে পারেন। ভ্যানিস থেকে ৩৫ মিলিয়ন ডলার মূল্যের সোনার বার চুরি করার জন্য তিনি একটা টিম গঠন করেন। নিখুঁত পরিকল্পনায় চুরিটা সহজেই হয়ে যায়। কিন্তু বিপত্তি বাধে যখন দলেরই একজন সবার সাথে বেঈমানি করেন। মারা পড়েন জন ব্রিজার। বাকিদের আহত করে একাই সব সোনা নিয়ে পালায় স্টিভ। বাকিদের তখন একটাই লক্ষ্য ব্রিজারের হত্যার প্রতিশোধ নেয়া এবং সোনার বারগুলো উদ্ধার করা। দারুণ থ্রিলার ছবিটি টানটান উত্তেজনায় ভরা। মূল ভূমিকায় অভিনয় করেছেন মার্ক ওয়েলবার্গ, শার্লিজ থেরন, এডওয়ার্ড নরটন, ডোনাল্ড সুদারল্যান্ড, জেসন স্ট্যাথাম।
১৯৬৯ সালে নির্মিত একই নামের ব্রিটিশ ছবির আমেরিকান রিমেক ছবিটি। একই কাহিনী অবলম্বনে ২০১২ সালে বলিউডে তৈরি হয় প্লেয়ার্স নামে আরেকটি ছবি।