দ্য আনফরগিভাবল (২০২১)
একজন অপরাধী সাজা ভোগ করে যখন মুক্তি পায়, তারপর কেমন হয় তার দুনিয়াটা? শাস্তি পাওয়ার পরেও কি তার প্রায়শ্চিত্ত হয়? সমাজ কি তাকে আর ১০ টা মানুষের মত মেনে নেয়? স্বাভাবিক আচরণ করে? পরিবারের আপনজনেরা কি তাকে আপন করে নিতে পারে?
এরকম নানা প্রশ্নই আসবে ছবিটা দেখার পর। শাস্তি পাওয়ার পর অপরাধী কি আর অপরাধী থাকে? এতগুলো বছর জেলে কাটানোর পর বাইরের দুনিয়াটাই বা কেমন লাগে?
সান্দ্রা বুলক বরাবরের মত ভালো অভিনয় করেছেন। ছোট বোনকে খুঁজে পাওয়ার জন্য তার যে প্রানান্ত চেষ্টা সেটা দর্শককেও উদগ্রীব করে তোলে। জেল থেকে বেরিয়ে এক সময় মনে হয় এই দুনিয়ার কেউ যেন তার অস্তিত্বই স্বীকার করতে চায় না। অচ্ছ্যুত এক মানুষ যেন সে। সাজা ভোগ করার পরও সমাজের চোখে সে অপরাধীই থেকে গেছে।
গল্পে ছোটখাট কিছু টুইস্ট আছে, সেগুলো ভালো। তবে মূল আকর্ষণ সান্দ্রা বুলক-ই।