নাইন্টিন সেভেন্টিন (২০১৯)
অবিশ্বাস্য সিনেমাটোগ্রাফি এবং এডিটিং এর জন্য ছবিটি দেখা অত্যাবশ্যক। এমন সিনেমাটোগ্রাফি যা মনে থেকে যাবে অনেকদিন। ২ ঘণ্টার পুরো ছবিটাকেই মনে হয় যেন এক শটে নেয়া। নিখুঁত প্রোডাকশনি ডিজাইন ছবিটিকে মাস্টারপিস করে তুলেছে।
ছবির গল্প প্রথম বিশ্বযুদ্ধের সময়কার। দুই ব্রিটিশ সৈন্যকে দায়িত্ব দেয়া হয়ে বেশ দূরে অবস্থিত আরেকটি রেজিমেন্টকে একটি জরুরি খবর পৌঁছে দেয়ার। সেই রেজিমেন্টের উপর একটি হামলার দায়িত্ব ছিল। সেই হামলাটি বন্ধ করতে হবে। কারণ ওই হামলার জন্য জার্মানরা আগে থেকেই প্রস্তুত আছে। ফলে ব্রিটিশদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাবে। যে দুজন সৈনিককে এই দায়িত্ব দেয়া হয় তাদের একজনের ভাই সেই রেজিমেন্টে যুদ্ধ করছে। দুজন রওনা দিলেও শেষ পর্যন্ত একজন পৌঁছাতে পারেন সেখানে। গিয়ে দেখেন যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই ধ্বংসযজ্ঞ কি তিনি থামাতে পারবেন?
৯২তম অস্কারে সেরা ছবিসহ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিলো ছবিটি। তবে পুরস্কার জেতে তিনটি বিভাগে সেরা সিনেমাটোগ্রাফি, সেরা ভিজ্যুয়াল এফেক্টস এবং সেরা সাউন্ড মিক্সিং।
ছবিটির পরিচালক স্যাম মেন্ডেস গল্পটি শুনেছিলেন তার দাদার কাছ থেকে। সেখান থেকেই তিনি এর চিত্রনাট্য লেখেন। ছবিটির সিনেমাটোগ্রাফার ছিলেন রজার ডিকিন্স। ছবিটি সম্পাদনা করেছেন লি স্মিথ।