ম্যায় অর চার্লস (২০১৫)
গুণী অভিনেতা রনদীপ হুডা। কম কাজ করেছেন কিন্তু যা করেছেন মনে রাখার মত। তেমনই একটি চরিত্র চার্লস। ভারতীয় বংশোদ্ভূত ফ্রেঞ্চ সিরিয়াল কিলার চার্লস শোভরাজ এর চরিত্র অবলম্বনে তৈরি করা হয়েছে চার্লস চরিত্রটি। চার্লস পরিচিত ছিলেন ‘বিকিনি কিলার’ নামে। কারণ তার শিকারের বেশিরভাগই ছিলেন নারী। এছাড়াও কড়া নিরাপত্তার জেল থেকেও পালিয়েছিলেন তিনি।
ছবিটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে সাবেক পুলিশ কর্তা অমোদ নাথের বয়ান অবলম্বনে। তিনি চার্লসের কেস এর তদন্ত কর্মকর্তা ছিলেন। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রনদীপ হুডা, রিচা চাড্ডা, টিসকা চোপড়া, আদিল হোসেইন, অ্যালেক্স ও’নীল। ছবিটি পরিচালনা করেছেন প্রোয়াল রমন।