শ্যাম সিংহ রায় (২০২১)
সুন্দর গল্প। পুনর্জন্ম নিয়ে তো অনেক ছবিই হয়েছে। যেমন: ‘মাগাধিরা’-এর কথা বলা যায়। সেটা ছিল প্রেম আর যুদ্ধ নিয়ে। আর শ্যাম সিংহ রায় হচ্ছে প্রেম আর দ্রোহ নিয়ে।
দ্বৈত চরিত্রে তেলেগু অভিনেতা নানি খুব ভালো করেছেন। বিশেষ করে শ্যাম সিংহ রায়ের চরিত্রে।
দুটো চরিত্রকেই বেশ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এক্ষেত্রে মেকআপের প্রশংসা করতে হয়। গল্পের পাশাপাশি প্রোডাকশন ডিজাইন, আর্ট ডিরেকশন, ভিএফএক্স এর কাজগুলো ভালো হয়েছে। বিশেষ করে পিরিয়ড ফিল্ম হওয়ায় ভিএফএক্স এর গুরুত্ব এখানে অনেক বেশি ছিল।
সাই পল্লবী আর ম্যাডোনা সেবাস্টিয়ান তো সেই ‘প্রেমাম’ থেকেই মন জয় করে নিয়েছেন। অনেকদিন পর দুজন আবার একই সিনেমায়। সবার অভিনয়ই ভালো হয়েছে। যীশু সেনগুপ্ত অল্প সময়ের জন্য এলেও ভালো করেছেন।