হান্টাররর (২০১৫)
পুরুষ কি চায় নারীর কাছে? প্রেম মানে কি শুধুই শরীর? নাকি মনটাও চায় পুরুষ? পুরুষের শৈশব-কৈশোর-তারুণ্যজুড়ে থাকে নারীর প্রতি এক অবদমনীয় টান। সেই টান তাকে কোথায় নিয়ে যায়? নারী যেন এক জোয়ার নদী আর পুরুষ তাতে ভেসে চলে নৌকার মত। এক বহুগামী পুরুষের গল্প হান্টাররর…। শেষ পর্যন্ত সে কি তৃপ্ত হয় নাকি শুধুই ছুটে বেড়াতে থাকে এক নারী থেকে অন্য নারীতে? এসব প্রশ্নের উত্তর মিলবে এই ছবিতে। মূল চরিত্র মান্দারের ভূমিকায় অভিনয় করেছেন গুলশান দেবিয়াহ। আরো আছেন রাধিকা আপ্তে। ছবিটি পরিচালনা করেছেন হর্ষবর্ধন কুলকার্নি।