রহস্য আর সবুজে ঘেরা কিশকিন্দা কান্দাম

শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেন্স ধরে রেখেছে। গল্প এবং স্ক্রিপ্ট চমৎকার। একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। একটা পুরোনো বাড়ি। একটি পরিবারের মধ্যে লুকিয়ে থাকা রহস্য। এইটুকুতেই চমকের পর চমক। 

দারুণ এই গল্পটি যিনি ভেবেছেন এবং লিখেছেন তার নাম বাহুল রমেশ। মজার বিষয় হচ্ছে তিনি কোন পেশাদার লেখক নন, পেশায় তিনি একজন সিনেমাটোগ্রাফার।

ছবিটি পরিচালনা করেছেন দিনজিৎ আয়াথান। অজয়ের চরিত্রে আসিফ আলী এবং আপ্পু পিল্লাই এর ভিজয়ারাগাভান বাজিমাত করেছেন। মূলত এই দুটি চরিত্রই ছবির মূল কেন্দ্র। এদেরকে ঘিরেই কাহিনী আবর্তিত হয়। যে রহস্য নিয়ে পরিস্থিতি জটিল হতে থাকে তার সমাধান আছে শুধু এই দুজনের কাছে। তারাই ঘটনার সাথে সরাসরি জড়িত।

লোকেশনটা খুবই সুন্দর। এরকম রহস্য আর সবুজে ঘেরা ছবি শুধু মালায়লাম ছবিতেই সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *