বাসু চ্যাটার্জি আর নেই
‘হঠাৎ বৃষ্টি’ ছবির পরিচালক বাসু চ্যাটার্জি আর নেই। ৯০ বছর বয়সে আজ মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন তিনি।
১৯৭০ এবং ৮০ এর দশকজুড়ে তিনি হিন্দি ছবি নির্মাণ করেন। এসব ছবি দারুণ জনপ্রিয় হয়। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের আবেগ, জীবনধারা তার নির্মিত ছবিগুলোতে সাবলীলভাবে ফুটে ওঠে।
চলচ্চিত্রে যোগ দেয়ার পূর্বে তিনি পত্রিকায় কার্টুনিস্ট ও চিত্রশিল্পী হিসেবে কাজ করতেন। চলচ্চিত্রে তিনি যাত্রা শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। তাঁর নির্মিত প্রথম ছবি ‘সারা আকাশ’ মুক্তি পায় ১৯৬৯ সালে।
১৯৯৬ সালের তামিল চলচ্চিত্র ‘কাধাল কত্তাই’ এর বাংলা রিমেক হিসেবে ১৯৯৮ সালে তিনি নির্মাণ করেন ‘হঠাৎ বৃষ্টি’। বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস এবং ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী এতে অভিনয় করেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেন নচিকেতা। গল্প, অভিনয় এবং গানের কারণে ছবিটি দারুণ জনপ্রিয়তা পায়।
তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে রজনীগন্ধা (১৯৭৪), চিতচোর (১৯৭৬), বাতো বাতো মে (১৯৭৯), এক রুকা হুয়া ফায়সালা (১৯৮৬)।