বিদায় নয় বিরতি

সম্প্রতি বলিউড অভিনেতা ভিক্রান্ত মাসির সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। সেখানে তিনি অভিনয় থেকে দূরে থাকার কথা বলেছিলেন। তবে স্পষ্টভাবে না বলায় সেটা নিয়ে তৈরি হয় কনফিউশন।

বেশিরভাগ মানুষই মনে করেন যে মাত্র ৩৭ বছর বয়সেই অভিনয় থেকে বিদায় নিচ্ছেন ভিক্রান্ত। যদিও সময়টা তার পক্ষেই ছিল।

‘টুয়েলভথ ফেইল’, ‘সেক্টর থার্টি সিক্স’ এর পরে ‘দ্য সাবরমতি রিপোর্ট’। সবগুলো ছবিতেই দুর্দান্ত ভূমিকায় ছিলেন ভিক্রান্ত। দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।

যখন সামনে আরও ভালো কাজ দেখার প্রত্যাশায় ছিলেন দর্শকরা তখন তার এরকম ঘোষণা স্বাভাবিকভাবেই দর্শকদের হতাশ করেছে। আর তাইতো দ্রুতই বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেতা।

জানিয়েছেন বিদায় নয়, বিরতিতে যাচ্ছেন তিনি। ব্যস্ত সময় কেটেছে কয়েকটা বছর। এবার নিজেকে নতুন করে গড়ে তুলতে চান। সেজন্য সময় দরকার। পরিবারকে সময় দিতে চান। তারপর পছন্দমত গল্প, চরিত্র পেলে আবার ফিরবেন।

আপাতত তাই দর্শকরা নিশ্চিন্ত হতে পারেন। ভিক্রান্ত মেসি আবার ফিরবেন নতুন কোনো গল্পে, নতুন চরিত্র হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *